ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস জানিয়েছেন, চোট কাটিয়ে মাঠে ফিরতে মদ্যপান থেকে বিরত আছেন তিনি। ‘আনট্যাপড’ পডকাস্টে স্পেনসার ম্যাথিউজকে স্টোকস বলেন, গত বছর দ্য হান্ড্রেডে খেলার সময়ও একই ধরনের চোটে পড়েছিলেন। এরপর থেকে জীবনযাত্রা বদলে সুস্থ থাকতে অ্যালকোহল থেকে দূরে সরে যান তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র প্রতিবেদন অনুযায়ী, ৩৩ বছর বয়সী এই অলরাউন্ডার গত ডিসেম্বর মাসে বাঁ হ্যামস্ট্রিংয়ে অস্ত্রোপচার করান।
নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে খেলার সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিং ছিঁড়ে যায় স্টোকসের।
আগামী ২২ মে ট্রেন্ট ব্রিজে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ দিয়ে মাঠে ফেরার কথা রয়েছে এই অলরাউন্ডারের।
তবে সম্ভবত চিরতরে মদ্যপান ছেড়ে দিচ্ছেন না এই অলরাউন্ডার। নিয়ন্ত্রণে রেখে শুধু সামাজিক অনুষ্ঠানেই সামান্য পান করতে পারেন বলে জানিয়েছেন তিনি।
২০১৮ সালে ব্রিস্টলের একটি নাইটক্লাবের বাইরে মারামারির ঘটনার জেরে স্টোকসের বিরুদ্ধে দাঙ্গার অভিযোগ ওঠে, যদিও আদালতে তিনি নির্দোষ প্রমাণিত হন। সে সময় তিনি মদ্যপান করেছিলেন, তবে মাতাল ছিলেন না বলে জানান এই ক্রিকেটার।
চলতি সময়ে স্টোকসের চোট-জর্জর অবস্থা তাকে ইংল্যান্ডের অলরাউন্ডার হিসেবে ভবিষ্যত পরিকল্পনায় রাখার ক্ষেত্রে প্রশ্নের মুখে ফেলেছে।
তবে সব সমালোচনা পেছনে ফেলে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়েই আবার পূর্ণ অলরাউন্ড ভূমিকায় ফিরতে পারবেন বলে আশাবাদী এই ইংলিশ অলরাউন্ডার।